চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর তল্লাশি চালিয়ে ২ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার সকাল ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের মাহফুজ নামের এক যাত্রীর কাছ থেকে এই সোনা উদ্ধার করে। সোনা বহনকারী যাত্রী মাহফুজকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বলে জানা গেছে। গত দুই দিন আগেও চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনা উদ্ধার করা হয়।
সোনা উদ্ধারের সত্যতা স্বীকার করে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার মশিউর রহমান মন্ডল বলেন, সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় আমরা তাকে চ্যালেঞ্জ করি। পরে তার শরীরের বিভিন্নস্থানে তল্লাশি চালানোর পর জুতার ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখ ১৬টি সোনা বারসহ যাত্রী মাহফুজকে গ্রেফতার করা হয়েছে।