4দৈনিক বার্তা: বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছে ভারত। ওই হারের জন্য ভারতীয় সমর্থকদের পুরো রাগ যেন যুবরাজ সিংয়ের ওপর। ফাইনালে তিনি ২১ বল খেলে করেন মাত্র ১১ রান। আর এতেই তার ওপর ক্ষুব্ধ সমর্থকরা। চন্ডীগড়ে তার বাসভবনে সমর্থকদের হামলার খবরও সংবাদ মাধ্যমে এসেছে। যে সুযোগ পাচ্ছে সে-ই যুবরাজের মুণ্ডুপাত করতে চাইছে। কিন্তু ক্যানসারজয়ী এ তারকার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক লিজেন্ড ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তিনি যুবরাজের সমর্থন দিতে বেছে নিয়েছেন ফেসবুকে নিজের ফ্যানপেজকে। কিংবদন্তি এ ব্যাটসম্যান ফেসবুকে লিখেছেন, ‘অনিশ্চয়তাই ক্রিকেটকে এত উত্তেজক খেলা করেছে। ক্রিকেটার হিসেবে সাফল্যের পর প্রশংসাটা আমরা উপভোগ করি। কিন্তু খারাপ সময়ে সমর্থকদের কাছ থেকে সমর্থন এবং উৎসাহ পাওয়াটাকে আমরা আরও প্রশংসার চোখে দেখি।’ তিনি ২০০৭ ও ২০১১ সালে ভারতের টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জয়ে যুবরাজের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, ‘২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ বা ২০১১ বিশ্বকাপে যুবির অবদান আমরা সব সময় উপভোগ করবো। রোববার সন্ধ্যাটা যুবির জন্য খুবই কঠিন গিয়েছে। ওর সমালোচনাও হতে পারে। কিন্তু তার জন্য ওকে শূলে চড়ানো বা ও শেষ হয়ে গিয়েছে এটা বলা ভুল।’ শচীন তার ফ্যানপেজে আর লিখেছেন, ‘যুবরাজের হার না মানা মনোভাবের আমি একজন ভক্ত। ওর এ অদম্য স্পিরিটই ওকে মাঠ ও মাঠের বাইরে অনেক চ্যালেঞ্জ সামলাতে সাহায্য করেছে। ওর মানসিক দৃঢ়তা আর লড়াই করার ক্ষমতাটা আমি জানি। জানি, ও আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। আরও একবার সমালোচকদের ভুল প্রমাণ করবে।’ যুবরাজকে উদ্দেশ্য করে কিছু উপদেশও দিয়েছেন শচীন। বলেন, ‘যুবি, এক দিন খারাপ গেলেও সেটা বছরের পর বছর তোমার অবদান আর দারুণ সব মুহূর্ত উপহার দেয়াটা তুচ্ছ করতে পারবে না। আজ হয়তো তুমি কিছুটা চাপে আছো কিন্তু এখনও তোমার ক্রিকেটকে অনেক কিছু দেয়ার বাকি আছে।’
শচীনের মতো যুবরাজের সমর্থনে সতীর্থরা তো বটেই, এগিয়ে এসেছেন বলিউড তারকা ও সাধারণ মানুষও। ভারতের স্পিনার হরভজন সিংহ রোববার রাতেই যুবির সমর্থনে টুইট করেন, ‘সবাই যেভাবে যুবরাজকে দুষছে তা দেখে ধাক্কা লেগেছে। এ খেলোয়াড়ই ভারতকে দু’টো বিশ্বকাপ জেতানোর নায়ক। ভারতের বিরল ম্যাচ উইনারদের অন্যতম। কিন্তু একটা দিন খারাপ যাওয়ায় আমরা সবাই কত তিক্ত কথা বলছি ওকে। ও কিন্তু মাঠে একা ছিল না। আরও ১০ জন ছিল।’ বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন যুবরাজের নাম না করে ব্লগে লেখেন, ‘শ্রীলঙ্কার কাছে হারটা হতাশাজনক ঠিকই, কিন্তু আমাদের টিম যেভাবে ফাইনালে উঠেছে তাতে গর্বিত। ফাইনালের দিনটা আমাদের ছিল না।’ বলিউড আরেক তারকা রাহুল বোস টুইটে যুবরাজের বাড়িতে হামলার সমালোচনা করে বলেন, ‘যুবরাজের বাড়িতে পাথর ছোড়া হয়েছে। লজ্জাজনক ঘটনা। প্রত্যেক খেলোয়াড়ই মাঠে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করে। আমাদের সবারই ভাল বা খারাপ দিন আসতে পারে।’