2দৈনিক বার্তা:চার ইস্যুতে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসছেন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র এ তথ্য জানিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক পূনর্গঠন ও কাউন্সিল, আগামী দিনের আন্দোলনের কর্মসূচির বিষয়ে আলোচনা হতে পারে।