দৈনিক বার্তা: রাজশাহীর পুঠিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাধন কুমার (৩৫) নামের একব্যক্তি খুন হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটাপাড়া কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাধন কুমার ওই এলাকার ভবেশ কুমারের ছেলে।
পুলিশ জানায়, জমিসংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বেশ কিছুদিন থেকে সাধনের বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে রাতে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। তারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবাইদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিকভাবে দুইজনকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চলছে।