2দৈনিক বার্তা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে পলাতক আসামি বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বুধবার সচিবালয়ে দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে গঠিত টাস্কফোর্সের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি হাসান মাহমুদ খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান সম্পর্কে আইনমন্ত্রী বলেন, তিনি কোনো মামলায় সাজা পাননি। তবে একুশে আগস্ট হামলা মামলার আসামি, তার প্যারোল বাতিল করা হয়েছে। বেল কেনসেল করা হয়েছে। কাজেই সে পলাতক আসামি। কোকো সম্পর্কে মন্ত্রী বলেন, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। তার  সাজা হয়েছে। কাজেই সে পলাতক আসামি।
তারেক ও কোকোকে বিদেশ থেকে ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পারে।
বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান পাকিন্তানের পাসপোর্ট নিয়ে বাংলাদেশ এসেছেন এবং প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেছেন, কাজেই তখন তিনি ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী- তারেক রহমানের এ বক্তব্য প্রসঙ্গে আনিসুল হক বলেন, তারেক রহমানের ওই বক্তব্য ইগনোর করা ছাড়া উপায় নেই। এই কথা যারা বলতে পারে তাদের মস্তিষ্ক পরীক্ষা করা দরকার। ওই বক্তব্য সম্পর্কে তিনি আরো বলেন, যেটা আলোর মতো সত্য সেটা নিয়ে কারো বক্তব্যকে গুরুত্ব দেয়া ঠিক নয়। তারা কি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে?
টাস্কফোর্সের সভায় কি সিদ্ধান্ত হলো এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন আসামি যারা পালিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে সভাটি অনুষ্ঠিত  হয়েছে। এর সম্পর্কটা জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত বলতে পারব না। তবে গত সরকারের আমলে এ টাস্কফোর্স কি কাজ করেছিল সে সম্পর্কে অবহিত হয়েছি এবং টাস্কফোর্স আরো গতিশীল করতে বলা হয়েছে। আপনারা এ মিটিং আরো ঘনঘন দেখতে পাবেন।