দৈনিক বার্তা: জুতো মেরে গরু দান। দিল্লির অটোরিকশা চালক লাল্লির সঙ্গে বাংলা প্রবাদটা খাপ খেয়ে যায়। গত কালই তিনি ‘মিথ্যেবাদী’ বলে যাঁর গালে সপাটে চড় মেরেছিলেন, বুধবার সেই অরবিন্দ কেজরীবালের সামনে হাত জোড় করে ক্ষমা চাইলেন। আম আদমি পার্টি-র নেতা অরবিন্দ যদিও লাল্লিকে ক্ষমা করে দিয়েছেন বলে এ দিন জানিয়েছেন।
মঙ্গলবার উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরিতে প্রচার করছিলেন কেজরীবাল। সেই সময় তাঁর জিপের উপর উঠে এসে গলায় মালা পরিয়ে সজোরে চড় মেরেছিলেন লাল্লি। কেজরীবালের বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, অটোচালকদের জন্য কিছুই করেননি তিনি। এর পর সোস্যাল নেটওয়ার্কিং সাইটে এই ঘটনার প্রতিবাদ করেন কেজরীবাল। তবে হামলাকারীদের তিনি আগেই ক্ষমা করে দিয়েছিলেন। এ দিন অভিযুক্ত লাল্লির কাছে গিয়েছিলেন অরবিন্দ। লাল্লি বলেন, “আমি ওঁর কাছে ক্ষমাপ্রার্থী। গায়ে হাত তুলে গুরুতর ভুল করেছি।”