দৈনিক বার্তা: একদিনের মধ্যেই খোঁজ মিলবে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের- এমন আশ্বাস মিলেছে অস্ট্রেলিয়ার উদ্ধারকারী দলের কাছ থেকে।
তারা বলেছে, বিমান এমএইচ ৩৭০-এর ব্ল্যাকবক্স থেকে স্পষ্ট সাড়া মিলেছে। আগামীকালই নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলবে।
ভারতের প্রভাবশালী হিন্দি দৈনিক জাগরণের অনলাইন সংস্করণ অস্ট্রেলিয়ার উদ্ধারকারী দলের প্রধান অঙ্গুস হাউসটনের বরাত দিয়ে আজ বুধবার এ খবর জানিয়েছে।
উদ্ধারকারী দলের প্রধান জানিয়েছেন, এমএইচ ৩৭০ বিমানের ধ্বংসাবশেষের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছেন তারা। এমনকি সেটা খালি চোখে নাকি ধরাও পড়ছে। তবে ভারত মহাসাগরের স্রোত বেশি থাকায় ক্রমশ নাকি সেটা দূরে সরে যাচ্ছে। আগামীকালের মধ্যেই সেই ধ্বংসাবশেষ উদ্ধার করা যাবে।
অস্ট্রেলিয়ান নৌবাহিনীর সমুদ্র রক্ষক (OCEAN SHIELD) গত শনিবার প্রথম কিছু শব্দের সন্ধান পায়। ঠিক এরপরের দিন সেই শব্দ আর পাওয়া যায়নি। মঙ্গলবার ফের একইরকম শব্দ সনাক্ত করে সমুদ্র রক্ষক। হাউসটন জানিয়েছেন, এই শব্দ ককপিটের ভয়েস রেকর্ডার ও ব্ল্যাক বক্স থেকে আসতে পারে।
তিনি আরও জানান, তাদের নৌসেনা ধ্বংসাবশেষের খুব কাছাকাছি রয়েছে। যদিও তারা এখন পর্যন্ত সঠিক জায়গা শনাক্ত করতে পারেনি। কিন্তু ধ্বংসাবশেষের উপযুক্ত প্রমাণ (ছবি) ছাড়া খোঁজার হাল ছাড়বেন না।