3দৈনিক বার্তা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন অবসর-উত্তর ছুটিতে  থাকা অতিরিক্ত সচিব জিএম জয়নাল আবেদীন ভূইয়া। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এ আদেশের মাধ্যমে তার পিআরএলের ছুটি বাতিল করা হয়েছে। ২১ এপ্রিল থেকে অথবা তার কাজে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদার স্থলাভিষিক্ত হলেন।
২০০৯ সালের ৩০ মার্চ অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দুই বছরের জন্য রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নুরুল হুদা। মেয়াদ পূর্ণ হওয়ার পর কয়েক দফা তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। গত ২৩ মার্চ নুরুল হুদার চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
এছাড়া অ্যাকচুয়ারি এম শেফাক আহমেদকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সহকারী কমিশনার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামকে (১৬৩৮৮) চাকরিতে স্থায়ী করা হয়েছে।
পঞ্চগড় জেলা পরিষদের সচিব হিসেবে পদায়দের জন্য স্থানীয় সরকার বিভাগে ন্যস্তকৃত মো. মঞ্জুরুর রহমানকে (জেনারেল সার্টিফিকেট অফিসার)  তাঁর খাগড়াছড়ি জেলা পরিষদ কার্যালয় থেকে আগামী ১৭ এপ্রিলের মধ্যে অবমুক্ত হওয়ার জন্য বলা হয়েছে। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে (১৫০৫৩) সমগ্র জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা দেয়া হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব জিএম জয়নাল আবেদীন ভূইয়া। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এ আদেশের মাধ্যমে তার পিআরএলের ছুটি বাতিল করা হয়েছে। ২১ এপ্রিল থেকে অথবা তার কাজে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল হুদার স্থলাভিষিক্ত হলেন।
২০০৯ সালের ৩০ মার্চ অতিরিক্ত সচিবের পদমর্যাদায় দুই বছরের জন্য রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নুরুল হুদা। মেয়াদ পূর্ণ হওয়ার পর কয়েক দফা তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। গত ২৩ মার্চ নুরুল হুদার চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
এছাড়া অ্যাকচুয়ারি এম শেফাক আহমেদকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় সহকারী কমিশনার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামকে (১৬৩৮৮) চাকরিতে স্থায়ী করা হয়েছে।
পঞ্চগড় জেলা পরিষদের সচিব হিসেবে পদায়দের জন্য স্থানীয় সরকার বিভাগে ন্যস্তকৃত মো. মঞ্জুরুর রহমানকে (জেনারেল সার্টিফিকেট অফিসার)  তাঁর খাগড়াছড়ি জেলা পরিষদ কার্যালয় থেকে আগামী ১৭ এপ্রিলের মধ্যে অবমুক্ত হওয়ার জন্য বলা হয়েছে। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে (১৫০৫৩) সমগ্র জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা দেয়া হয়েছে। – See more at: http://www.jugantor.com/current-news/2014/04/08/86099#sthash.rYdikBW4.dpuf