3দৈনিক বার্তা: পোল্ট্রি শিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার দাবিতে আজ মঙ্গলবার গাজীপুরের পোল্টি খামার মালিকরা ডিম ভেঙ্গে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছেন। এর আগে তারা উপজেলা পরিষদের সামনে মানবন্ধন করে এবং উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। জেলার কাপাসিয়া ব্রিজ মোড়ে প্রায় ১ ঘন্টা ধরে ঢাকা-কাপাসিয়া- কিশোরগঞ্জ সড়ক অবরোধ চলাকালে পোল্ট্রি খামার মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার মোহসিন, কেন্দ্রীয় নেতা কামাল উদ্দিন নান্নু, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, কাপাসিয়া মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক তাহের জামিল বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, সরকার আগামী ৭ দিনে মধ্যে কার্যকর কোন উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।