1দৈনিক বার্তা: চট্টগ্রামের মিরসরাই ও মস্তানগর স্টেশনে মধ্যবর্তীস্থানে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসের ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঘটনাস্থলেই নাসিমা আকতার নামে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯জন। সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড পুলিশ সার্কেলের এএসপি সালাউদ্দিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস মেইল ট্রেনটির পেছনের দিককার তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনা কবলিত বগির নিচে একজনকে পড়ে থাকতে দেখা গেছে  ।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত অন্তত নয়জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপতালে প্রেরণ করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা। কয়েকজ
পূর্ব রেলের প্রধান প্রকৌশলী মাহবুব উল আলম দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, ওই স্থানে ডাবল লাইন থাকায় তেমন সমস্যা হবে না। দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে।