৬ এপ্রিল: চট্টগ্রামের সীতাকুন্ড, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রামের সীতাকুন্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশের উপপরিদর্শক নাসীর উদ্দিন (৪৫), সিরাজগঞ্জে পুলিশের প্রিজনভ্যান উল্টে গাজীপুর পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল মনির হোসেন (৩০) ও নারয়ণগঞ্জে ট্রাকচাপায় নারী পুলিশ কনস্টেবল রোকেয়া আকতার (২৭) নিহত হন। এসময় আহত হয়েছেন তিন কনস্টেবল। তারা হলেন- ছানোয়ার হোসেন (৩১), নূর আলম (৩০) এবং এনামুল হোসেন (৩২)। শনিবার রাত ও রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি বিকল হয়ে যায়। সেটি কয়েকজনের সঙ্গে সরাতে গেলে এসময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে পুলিশের উপপরিদর্শক নাসির উদ্দিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সিরাজগঞ্জের একটি আদালতে আসামি নিয়ে যাওয়ার পথে মুলিবাড়িতে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনায় কনস্টেবল মনির হোসেন নিহত হন। পুলিশ জানায়, রোববার সকাল সোয়া ৯টার দিকে প্রিজন ভ্যানটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেক পোস্টের কাছে পৌঁছালে এক বৃদ্ধ পথচারী সূর্য মিয়াকে চাপা দিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে সূর্য মিয়া এবং কনস্টেবল মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন তিন কনস্টেবল। তারা হলেন- ছানোয়ার হোসেন (৩১), নূর আলম (৩০) এবং এনামুল হোসেন (৩২)। নিহত এবং আহত কনস্টেবলরা গাজীপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
অপরদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাঙ্গলবন্দর এলাকায় ট্রাকচাপায় রোকেয়া আকতার (২৭) নামের এক নারী কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে নাঙ্গলবন্দর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।
জেলার বিএনবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিআইওয়ান মাঈনুল আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে নাঙ্গলবন্দর স্নান উৎসবের ডিউটি শেষে জেলা পুলিশ লাইনে ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয় এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।