দৈনিক বার্তা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ছুটিতে যাওয়ার পর ‘ভারপ্রাপ্ত’ হিসেবে আবদুল মোবাররকের দায়িত্ব গ্রহণকে ‘অবৈধ’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচন কমিশন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ আয়োজিত করে এক গোলটেবিল আলোচনায় তিনি এ দাবি করেন।
নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ উল্লেখ করে রফিকুল বলেন, সংবিধানের কোথাও ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বলে কিছু নেই। এটি আইনগতভাবে বৈধ নয়। সুতরাং প্রধান নির্বাচন কমিশনার ছুটিতে গিয়ে আরেক জনের ওপর ভারপ্রাপ্ত’র দায়িত্ব দিয়ে মূলত আইনের লঙ্ঘন করেছেন। আর দায়িত্ব নিয়ে মোবারকও অবৈধ কাজ করেছেন। এজন্য তাদেরকে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ‘ইমপিচমেন্ট’ করার দাবি জানান তিনি।
ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার সামালোচনা করে রফিকুল ইসলাম বলেন, দেশের স্বার্থ না দেখে ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে বিদ্যুৎ করিডোর দিচ্ছে। তাদের চিন্তা একটাই, দেশ গোল্লায় যাক, আমাদের পকেট ভরলেই হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ অবস্থায় সকল শ্রেনীর মানুষ ঐকবদ্ধ হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। তা না হলে দেশ রক্ষা পাবে না।