দৈনিক বার্তা: ক্রিকেট ভক্তদের কড়া সমালোচনা আর একের পর এক ব্যর্থতার পর অবশেষে টনক নড়লো বিসিবির।আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার এবং কোচকে ব্যর্থতার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলেছে বিসিবি। এছাড়া গণমাধ্যমে দেয়া সাকিব আল হাসানের সাক্ষাৎকার নিয়ে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আলাদা করে বক্তব্য চাওয়া হয়েছে।শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক আসরের কোনটিতেই বিন্দুমাত্র নৈপূণ্য দেখাতে পারেনি টাইগাররা। বলা যায়.গত তিন মাস ধরে ধারাবাহিকভবে খারাপ খেলছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের চারটি ম্যাচই বাজেভাবে হেরেছে মুশফিকের দল। খেলা চলাকালীন সময় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন বিশ্বকাপ শেষে বৈঠক ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দলে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে বিসিবি সভাপতি আভাস দিয়েছিলেন। এখন শোনা যাচ্ছে দলের কোচ এবং ম্যানেজার পরিবর্তন করা হবে।