দৈনিক বার্তা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, আগামী অর্থবছরে রাজস্ব ঘাটতি মেটাতে মূল বাজেটের আকার কমতে পারে। শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ প্রমুখ।অর্থমন্ত্রী বলেন, বাজেটে রাজস্ব আয় ১১ হাজার কোটি টাকা কম হবে। এজন্য বাজেটের আকারও কমে আসবে।