দৈনিক বার্তা: সন্ত্রাসী হামলায় এক সিএনজি অটোরিকশা চালক আহত হওয়ার প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে সিলেটের জনজীবন। শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা।
শুক্রবার সকালে দক্ষিণ সুরমার লালাবাজারে সন্ত্রাসী হামলায় শফিক মিয়া নামের এক সিএনজি অটোরিকশা চালক আহত হওয়ার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেটের প্রত্যেকটি সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন। এতে নজিরবিহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। নগরী ও আশপাশের সড়কগুলোর মোড়ে মোড়ে পিকেটিং করছে পরিবহন শ্রমিকরা। এসময় তারা বেশ কটি গাড়ি ভাঙচুর করে। সকালে কদমতলী ও কুমারগাঁও বাস টার্মিনালে ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে শ্রমিকরা।
সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ এর আহ্বায়ক সেলিম আহমদ ফলিক জানিয়েছেন, শফিক মিয়ার ওপর হামলাকারীদের গ্রেফতার ও সব সড়কে শ্রমিকদের নিরাপত্তা জোরদার করা না হলে লাগাতার এ ধর্মঘট চলবে।