2
বিমানবন্দর এলাকায় বাসচাপায় নিহত ৪

২ এপ্রিল: রাজধানীর হযররত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারীসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিমানের হেড হেলপার আব্দুল কুদ্দুস চৌধুরী (৫০), পশ্চিম গুলারটেকের বাসিন্দা বিলকিস বেগম (৩২), সবুর খান (৪০) ও তাজউদ্দিন (৪০)। সবুর ও তাজউদ্দিনের নাম জানা গেলেও তাদের ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
নিহতদের মধ্যে সবুর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও বাকি তিনজন ঘটনাস্থলেই নিহত হন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দর সড়কের গোলচত্বর এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে বেশ কয়েকজন পথচারীকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিন পথচারী নিহত হন। আর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। এসময় পথচারী ও বাসটির যাত্রীসহ অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।
বাসটিকে আটক করা হলেও চালক-হেলপার পলাতক বলেও জানান ওসি।