image_56436.amu 2২০১৫ সালের জুন মাসের মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানা স্থাপনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইতিমধ্যে দেশের বৃহত্তম এ সার কারখানার ৭৩ ভাগ নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। বাকি কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
শিল্পায়নের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে টেকসই ও জ্ঞানভিত্তিক শিল্পায়নের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে। সরকার গৃহীত বিভিন্ন নীতি ও কর্মসূচির ফলে ইতিমধ্যে শিল্পখাতে আশাব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।