মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে বারবার মুখ থুবড়ে পড়ছে গণতন্ত্র। এখন সেই গণতন্ত্র একেবারে আঁস্তাকুড়ে পড়েছে। গণতন্ত্রের এমন অবস্থার পরিপ্রেক্ষিতেই পিলখানা ট্র্যাজেডির মতো ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে লিবার্টি বাংলাদেশ আয়োজিত ‘পিলখানায় সেনা হত্যাকাণ্ড ও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, ৫৭ জন সেনা অফিসার হত্যার বিচার চললেও নেপথ্যের কুশীলবরা এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের সত্যিকারের বিচারের আওতায় না আনলে এমন ঘটনা আবারও ঘটতে পারে, যা দেশের সার্বভৌত্বের জন্য হুমকিস্বরূপ।
বিএপির এ নেতা বলেন, ২১ শুধু সংখ্যা নয়, আমাদের চেতনা। এই চেতনার পথ ধরেই স্বাধীনতা আসে। অথচ গৌরবের এই মাসে এমন জঘন্যতম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এটি একটি গভীর ষড়যন্ত্র আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য।