এখনও হলিউডের সেরা আবেদনময়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি হলিউডের একটি জরিপে এমনটাই উঠে এসেছে। আমেরিকা-লন্ডনসহ বিভিন্ন দেশে এ জরিপ চালানো হয়। বিশ্বের বেশিরভাগ দেশের মানুষ সেরা আবেদনময়ী অভিনেত্রী হিসেবে অ্যাঞ্জেলিনা জোলিকেই ভোট দিয়েছেন। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, অন্য যে কোন অভিনেত্রীর চেয়ে জোলির শারীরিক সৌন্দর্য ও সাবলীল উপস্থাপন বেশি টানে তাদের। শুধু তাই নয়, অন্য একটি জরিপে দেখা যায় ২০১৩ সালের সবচেয়ে বেশি অর্থ আয় করা অভিনেত্রী হিসেবেও শীর্ষে অবস্থান করছেন অ্যাঞ্জেলিনা জোলি। গত বছর তিনি আয় করেন ৩৩ মিলিয়ন ইউএস ডলার। আয়ের দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে জেনিফার লরেন্স ও ক্রিস্টেন স্টুয়ার্ট। এর মাধ্যমে গত প্রায় এক যুগ ধরে নিজের শীর্ষ অভিনেত্রীর তকমাটা ধরে রেখেছেন জোলি। এদিকে জোলিকে হলিউডের সর্বকালের শ্রেষ্ঠ অভিনেত্রীদের মধ্যেও একজন ধরা হয়। মাত্র ৭ বছর বয়সে অভিনয় শুরু করা অস্কার জয়ী এই অভিনেত্রী বর্তমানে দুটি ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে ‘মেলফিসেন্ট’ ছবিটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে আগামী বছরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘কুং ফু পান্ডা-৩’ ছবিটি। জোলির সর্বশেষ অভিনীত ছবি ছিল ‘কুং ফু পান্ডা-২’, যা ২০১১ সালে মুক্তি পেয়েছিলো। এখন থেকে প্রতি বছরই একটি ছবি করার সিদ্ধান্তও তিনি সম্প্রতি নিয়েছেন। এর মাধ্যমে দীর্ঘদিন পর তিনি এখন নিয়মিত শুটিংয়ে অংশ নিচ্ছেন। পাশাপাশি চলছে তার সমাজসেবাও। তবে সেরা আবেদনময়ী হিসেবে তার নাম প্রকাশের পর বেশ এক্সাইটেড ছিলেন জোলি। এ বিষয়ে তিনি বলেন, মানুষ আমাকে এখনও সেরা আবেনদময়ী হলিউড অভিনেত্রী হিসেবে গণ্য করেন এটা কল্পনায় ছিল না। কারণ, আমার পরে আরও অনেক ট্যালেন্টেড ও গ্ল্যামারাস অভিনেত্রীর আগমন ঘটেছে হলিউডে। এটা হলো আমার প্রতি ভক্ত-দর্শকদের ভালবাসা। আমি তাদের এই ভালবাসার ঋণ কিছুটা শোধ করার চেষ্টা সামনের দিনগুলোতে করবো।
অ্যাঞ্জেলিনা জোলি।
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...