ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুভ সুচনা করেছে টাইগাররা। শেষ পর্যন্ত ৩৫ ওভাবে ২ উইকেটে ১৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের অধিনায়ক মুশফিক ৫৩ ও আমিনুল ৫৬৬ রানে ব্যাট করছেন।খেলতে নেমেই হাফ সেঞ্চুরি হাকিয়েছেন আনামুল। অন্যদিকে ক্যাপ্টেন মুশফিকও ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করেছেন।
বুধবার ১২তম এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ। নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলা শুরু হয় বেলা দুইটায়। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রতিপক্ষ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ দলে রয়েছেন- শামসুর, এনামুল, মুমিনুল, মুশফিকুর, নাসির, নাঈম, জিয়া, সোহাগ, মাশরাফি, রুবেল ও রাজ্জাক। এদিকে ইনজুরির কারণে গত এশিয়া কাপের চার ম্যাচে চারটি হাফসেঞ্চুরি হাঁকানো তামিম ইকবালও নেই বাংলাদেশ দলে। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর নিষেধাজ্ঞার বলি হয়ে মাঠের বাইরে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
পাঁচবার এশিয়া কাপ জেতা ভারতের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইনজুরিতে আক্রান্ত হওয়ায় অধিনায়কের দায়িত্ব পালন করছেন বিরাট কোহলি।