image_56323.budhadev india১৯৯৩ সালের ২১ জুলাই হত্যাকাণ্ডের তদন্তে গঠিত বিশেষ কমিশনের সামনে হাজিরা দিলেন ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বুধবার দুপুর ১২টার দিকে  সাদা-ধুতি পাঞ্জাবী পরিহিত বর্ষীয়ান ‌এ বাম নেতা বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থন করেন।

১৯৯৩ সালে ২১ জুলাই মহাকরণের সামনে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ১৩ কংগ্রেস সমর্থক নিহত হন। সেই সময় জ্যোতিবসু মুখ্যমন্ত্রী ছিলেন। ওই সময় মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর মন্ত্রীসভায় তথ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অভিযোগ ওঠে, তথ্যমন্ত্রী থাকলেও কার্যত অলিখিতভাবে পুলিশের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতেন বুদ্ধদেব। তাঁরই নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায় শান্তিপূর্ণ মিছিলকারীদের ওপর। ওই ঘটনায় ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হন  শতাধিক বিক্ষোভকারী। তত্কালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিকেও পুলিশ বেধড়ক মারধর করে।

মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরই ২১ জুলাই নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেন। ওই কমিশনে হাজির হয়ে অনেকেই পুলিশের গুলি চালানোর ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্যের নাম প্রকাশ করেন। ওই বিচারের তদন্তের স্বার্থে গত সপ্তাহেই বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সমন পাঠান।