দশম সংসদের সংরক্ষিত ৫০ মহিলা আসনের নির্বাচনের তফসিল আজ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯শে মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। খসড়া তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৪ঠা মার্চ, যাচাই-বাছাই ৬ই মার্চ ও প্রত্যাহারের তারিখ রাখা হয়েছে ১২ই মার্চ। বৃহস্পতিবার কমিশন সভায় এ নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয় বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গত ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়ে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জোটভুক্ত অবস্থান জানাতে বলা হয়। আজকালের মধ্যেই ২৯৭ জন সংসদ সদস্যের ভোটার তালিকা প্রকাশ করা হবে। দশম সংসদে ২৯৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২৩১টি। এ ছাড়া জাতীয় পার্টি ৩৪, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জাতীয় পার্টি জেপি ২, তরীকত ফেডারেশন ২, বিএনএফ ১ এবং স্বতন্ত্র ১৬টি আসন পেয়েছে। ২৪শে জানুয়ারি টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে একটি আসন শূন্য হয়েছে। আর যশোর-১ ও ২ আসনের ফল এখনও গেজেট আকারে প্রকাশিত হয়নি। কারণ, বেসরকারিভাবে নির্বাচিত দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এখনও নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ বলেন, শিগগির এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী আনুপাতিক হারে মহিলা সংসদ সদস্য নির্বাচিত করা হবে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। দল বা জোটে নেই এমন স্বতন্ত্র সংসদ সদস্যের জন্য একটি স্বতন্ত্র তালিকা করা হয়েছে। আজকালের মধ্যে এ তালিকা প্রকাশ করে এক কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবে। সংসদ সচিবালয়ের প্রকাশ্য কোন স্থানে এ তালিকা টাঙিয়ে দেয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ তালিকা রদবদল করা যাবে না। তবে তালিকায় কোন ভুল থাকলে কমিশন তা সংশোধন করতে পারবে। জোট বা দলের মোট আসন সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী এ ৫০টি আসন বণ্টন করা হবে। সে অনুযায়ী, আওয়ামী লীগ পাচ্ছে ৩৯, জাতীয় পার্টি ৬, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১ এবং স্বতন্ত্র ৩টি আসন।
সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন ২৯শে মার্চ
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...