indexআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ এর ৬ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে নিয়োগ দেওয়া হয়। এম. ইনায়েতুর রহিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত একজন বিচারপতির বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাদি প্রাপ্ত হবেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান প্রজ্ঞাপন জারির কথা নিশ্চিত করেছেন।

এর আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি রাজধানীর বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে জানিয়েছিলেন, সোমবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।এ নিয়োগের ফলে ৫৪ দিন শূন্য থাকার পর চেয়ারম্যান পেলেন ট্রাইব্যুনাল-১।

গত বছরের ৩১ ডিসেম্বর শেষ কর্মদিবসে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির অবসরে গেলে এ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম স্থবির হয়ে ছিল। শুধু তারিখ পরিবর্তনের মধ্য দিয়ে চলছিল প্রথম ট্রাইব্যুনালের কার্যক্রম। চেয়ারম্যান পাওয়ায় ফের বিচার প্রক্রিয়া পুরোদমে চলার আশা করা হচ্ছে।

ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন চারটি মামলার বিচারিক কার্যক্রম চলছে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলাটি আছে রায়ের অপেক্ষায়। এছাড়া আদালত অবমাননার বিষয়ে ট্রাইব্যুনালের দেওয়া বেশ কয়েকটি রুলের কার্যক্রমও চলছে।