image_54888.shibchar gas-2মাদারীপুরের শিবচরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে ধারণা  করছে এলাকাবাসী। উপজেলা কাদিরপুর ইউনিয়নের আব্দুল ওয়াহাব বেপারীর কান্দি গ্রামে প্রবাসী মামুন শিকদারের বাড়িতে নতুন টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তীব্র বেগে গ্যাস নির্গত হচ্ছে। এ ঘটনায় দূর-দূরান্ত থেকে উত্সুক জনতা ভিড় করছে।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে কাদিরপুর ইউনিয়নের আব্দুল ওয়াহাব বেপারীর কান্দি গ্রামের প্রবাসী মামুন শিকদারের বাড়িতে নতুন দুই শ ৫০ ফুট একটি নতুন টিউবওয়েল স্থাপন করতে শুরু করেন চার শ্রমিক। এক শ ৮০ ফুট পর্যন্ত পাইপ মাটির নিচে স্থাপনের সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে গ্যাস বের হতে থাকে। বিস্ফোরণে তিনটি গাছ উপড়ে পড়ে। পাশের ঘরেরও কিছুটা ক্ষয়-ক্ষতি হয়।

গ্যাসের সঙ্গে বালু মাটি মিশে দেড় শ থেকে দুই শ ফুট উচ্চতায় নিক্ষিপ্ত হতে থাকে। স্থানীয়রা এ সময় বালু ও মাটির বস্তা ফেলে গ্যাস নির্গমন ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সিমেন্টের দেয়াল ফেলে গ্যাস নির্গমন কিছুটা কমানো হয়। তবে এখনও বিপুল পরিমাণ কাদা ও বালু মিশ্রিত গ্যাস বের হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছেন শিবচর থানার পরিদর্শক আরশেদ আলী।