
নিহতের বন্ধু মোহাম্মদ মামুন মিয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে খোকন ছাত্রলীগ নেতা মাহমুদ ও রহমানকে নিয়ে মটরসাইকেলযোগে টঙ্গী শহীদ মিনারে ফুল দিতে যায়। সেখান থেকে ফেরার পথে চেরাগআলীর অদূরে একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তারা খোকনকে এলোপাথারি ছুরিকাঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মাহমুদ ও রহমানও আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।