sorok durghotona_44735
ভূঞাপুরে বাস চাপায় মা-ছেলের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে বাস চাপায় মোটর সাইকেলের আরোহী সেনাসদস্যর স্ত্রী ও ছেলে নিহত হয়েছেন।

আজ দুপুর সোয়া একটায় উপজেলার শিয়ালখোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন ঘাটাইল উপজেলার যুগিহাটি গ্রামের জুয়েলের স্ত্রী মায়া বেগম (২৫) ও ছেলে মিরাজ (২)। এ ঘটনায় মোটর সাইকেল চালক জুয়েল গুরুতর আহত হয়েছেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারেচ আলী মিঞা জানান, দুপুরে জুয়েল তার দুই বছরের শিশু পুত্র সহ স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলযোগে ভূঞাপুর যাচ্ছিল। এসময় উপজেলার শিয়ালখোল এলাকায় পৌছলে তারাকান্দিগামী একটি যাত্রীবাহি বাসা তাদের পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েলের স্ত্রী মায়া বেগম নিহত ও হাসপাতালে নেয়ার পর ছেলে মিরাজের মৃত্যু হয়।

এসময় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।