কেন্দ্র দখল, ভোট কারচুপি, সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে ৯ উপজেলায় বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। প্রথম পর্বের উপজেলা নির্বাচনে জাল ভোট ও সরকারি তাণ্ডবের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ৯টি উপজেলা স্থানীয়ভাবে হরতাল আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের দপ্তারের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এ হরতালের ঘোষণা করেন।
উপজেলাগুলো হচ্ছে : মেহেরপুর সদর, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, পাবনার সুজানগর, বগুড়ার সোনাতলা, ঝিনাইদহের সদর ও শৈলকূপা, সিরাজগঞ্জের কাজিপুর ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা।
উল্লেখ্য, গতকাল বুধবার উপজেলা নির্বাচনে ভোট কারচুপি, দলীয় নেতা-কর্মীদের মারপিট, ভোট প্রদানে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগ তুলে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু ও অপর দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেন। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি নেতারা।
উপজেলাগুলো হচ্ছে : মেহেরপুর সদর, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, পাবনার সুজানগর, বগুড়ার সোনাতলা, ঝিনাইদহের সদর ও শৈলকূপা, সিরাজগঞ্জের কাজিপুর ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা।
উল্লেখ্য, গতকাল বুধবার উপজেলা নির্বাচনে ভোট কারচুপি, দলীয় নেতা-কর্মীদের মারপিট, ভোট প্রদানে বাধা প্রদানসহ বিভিন্ন অভিযোগ তুলে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু ও অপর দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেন। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি নেতারা।