
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর ইমতিয়াজ আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, গোলাবর্ষণ প্রশিক্ষণ চলাকালে আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রের আওতাভুক্ত এলাকায় ব্যক্তি বা যানবাহনের চলাচলের ওপর জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দরিদ্র শ্রেণীর এসব বাঁশ সংগ্রহকারীরা নিরাপত্তা কর্মীদের দৃষ্টি এড়িয়ে এলাকায় ঢুকে পড়েছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বেলালের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে পুলিশের একটি দল।