পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের তিনটি তহশিলে জেট বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঐসব এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গোপন লক্ষ্যবস্তু এ হামলা চালানো হয়। সূত্র : ডন।
সরকারি সূত্র জানিয়েছে, জঙ্গিদের গোপন আস্তানা দত্তখেল, সোয়ান এবং মীর আলী তহসিলকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, হামলায় ১৫ জন জঙ্গি নিহত হয়েছেন।
হামলায় জঙ্গিদের অনেকগুলি গোপন আস্তানা এবং অস্ত্র-গোলাবারুদ ধ্বংস করা হয়।