নির্বাচনে হারের কারণ আওয়ামী লীগকে খতিয়ে দেখে আত্মসমালোচনা ও আত্মবিশ্লেষণ করা দরকার বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে ছাত্রলীগ আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাংগঠনিক দুর্বলতাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসবমূখর ও শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগ সন্তুষ্ট হলেও পরিপূর্ণভাবে তৃপ্ত নয়। নির্বাচনে হারের কারণ আওয়ামী লীগকে খতিয়ে দেখে আত্মসমালোচনা ও আত্মবিশ্লেষণ করা দরকার।
সাবেক এ ছাত্র নেতা বলেন, বিশ্বজিত হত্যার বিচারে সরকারের যেমন কোন কার্পণ্য ছিল না। ঠিক তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঘটনায়ও কোন ছাড় দেয়া হবে না। সরকার এতে কঠোর অবস্থানে আছে। রাবির ঘটনায় বিচার হবেই। ছাত্রলীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোন নেতার পাহারাদার হিসেবে ছাত্রলীগকে ব্যবহার করো না। এই কারণেই ছাত্রলীগের একটা অংশ অপকর্মে জড়িয়ে পড়ছে। গুটিকয়েক ছাত্রলীগকর্মীর কারণে গোটা ছাত্রলীগকে কলঙ্কিত করো না। তিনি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিকে সতর্কও করে দেন।
যোগাযোগমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নের মাধ্যমে আগামী জুন মাসে পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে। এতে বিভিন্ন দেশের প্রায় ৫টি প্রতিষ্ঠান সহযোগিতা করছে। যারা এ সেতু হওয়ার বিরোধীতা করেছে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
সাংগঠনিক দুর্বলতাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া উৎসবমূখর ও শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আওয়ামী লীগ সন্তুষ্ট হলেও পরিপূর্ণভাবে তৃপ্ত নয়। নির্বাচনে হারের কারণ আওয়ামী লীগকে খতিয়ে দেখে আত্মসমালোচনা ও আত্মবিশ্লেষণ করা দরকার।
সাবেক এ ছাত্র নেতা বলেন, বিশ্বজিত হত্যার বিচারে সরকারের যেমন কোন কার্পণ্য ছিল না। ঠিক তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঘটনায়ও কোন ছাড় দেয়া হবে না। সরকার এতে কঠোর অবস্থানে আছে। রাবির ঘটনায় বিচার হবেই। ছাত্রলীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোন নেতার পাহারাদার হিসেবে ছাত্রলীগকে ব্যবহার করো না। এই কারণেই ছাত্রলীগের একটা অংশ অপকর্মে জড়িয়ে পড়ছে। গুটিকয়েক ছাত্রলীগকর্মীর কারণে গোটা ছাত্রলীগকে কলঙ্কিত করো না। তিনি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিকে সতর্কও করে দেন।
যোগাযোগমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নের মাধ্যমে আগামী জুন মাসে পদ্মা সেতুর মূল কাজ শুরু হবে। এতে বিভিন্ন দেশের প্রায় ৫টি প্রতিষ্ঠান সহযোগিতা করছে। যারা এ সেতু হওয়ার বিরোধীতা করেছে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।