kader siddiqui_44610কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে অংশ নিতে পারেন। আজ সকালে কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী সাংবাদিকদের জানান, বৈঠকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কাদের সিদ্দিকী অংশ নেবেন, না অন্য কেউ নেবেন, তা চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, টাঙ্গাইল-৮ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ-দলীয় প্রার্থী শওকত মোমেন শাহজাহান সাংসদ নির্বাচিত হয়েছিলেন। গত ২০ জানুয়ারি তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।