image_69326_0_71028সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমি কখনো শৃংখল মুক্ত রাজনীতিবিদ ছিলাম না। এখনও আমি শৃংখলমুক্ত রাজনীতিবিদ নই। আমার রাজনীতির সড়ক মসৃন ছিল না। অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে আমি রাজনীতি করছি।
এরশাদ বলেন, আমি ক্ষমতা ছেড়েছি ১৯৯০ সালে। এরপর আমার বিরুদ্ধে ৭৪টি মামলা দেয়া হয়েছে। কমতে কমতে এখন চারটিতে এসেছে।  আজও মামলার হাত থেকে মুক্তি পাইনি।  অনেকে সমালোচনা করে বলেন, আমি নাকি সকালে একটা কথা বলি, বিকালে একটা কথা বলি। আমি সাহস করে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলাম।
এরশাদ দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম রংপুরের মাটিতে পা রাখলেন তাঁর আগমনে রংপুরের জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। তিনি দুপুরে রংপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, কি ভাবে ইলেকশন হয়েছে তা সবাই জানেন। ওই প্রশ্নের উত্তর দিতে চাই না। উপজেলা নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, উপজেলা নির্বাচনের আগে আমি ২০টি আসন পেয়েছি। এবার আমাদের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল। দলকে শক্তি শালী করতে চাই। আমরা এই এলাকা থেকে অনেক আসন হারিয়ে ফেলেছি। নানা বিরোধের কারণে আসনগুলো হারিয়ে গেছে। তিনি বলেন, আজ হোক কাল হোক, দেশে নির্বাচন হবে। নির্বাচনে শক্তি নিয়ে আবার এ আসনগুলো উদ্ধার করবো।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পল¬ী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রি আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম ও সাবেক মন্ত্রী জি.এম. কাদের, জেলা মহনগর কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরী, জেলা কমিটির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু সহ জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।