
এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। তবে সকাল ৯টা পর্যন্ত ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। এই উপজেলায় মোট ভোটার এক লাখ ৭৮ হাজার পাঁচ শ ৫০। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৯৩৭। আওয়ামী লীগ ও বিএনপি উভয়দল থেকে দেওয়া একক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।