বাংলাদেশ সরকার জনপ্রিয়তার শীর্ষস্থানে থাকা স্মার্টফোন ব্র্যান্ডসমূহের একটি ব্ল্যাকবেরির সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। টেলিকম নীতিতে উল্লেখিত জাতীয় নিরাপত্তা ইস্যুর সঙ্গে ব্ল্যাকবেরি সেবা সঙ্গতিপূর্ণ না হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এরই মধ্যে ব্ল্যাকবেরি মোবাইলের সেবা দানকারী দুটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেল’কে এ সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেছে। এ মাসে একটি চিঠিতে জানানো অনুরোধে বিটিআরসি এ দুটি প্রতিষ্ঠানকে বলেছে, প্রতিষ্ঠান দুটির ব্ল্যাকবেরি গ্রাহকদের জন্য বিকল্প সমাধানের পথ খুঁজতে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। এ জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়েছে টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক সংস্থাটি। ব্ল্যাকবেরি নেটওয়ার্কে বৈধ নজরদারির প্রবেশাধিকার দেয়ার ব্যাপারে সরকার যে ব্যবস্থা নিতে বলেছিল, সে পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হলো। লাইসেন্সের শর্তানুযায়ী, সরকার প্রয়োজনানুসারে যে কোন সময় টেলিকম সেবা দানকারী প্রতিষ্ঠানসমূহের নেটওয়ার্কে প্রবেশের অধিকার সংরক্ষণ করে। কিন্তু, ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের যে ধরনের সে ধরনের বৈধ নজরদারি সম্ভব নয়। সেটটির নির্মাতা কানাডীয় প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (আরআইএম)। অভিজাত ও নীতিনির্ধারক মহলে ব্ল্যাকবেরি বেশ গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা পেয়েছিল প্রথম থেকেই। সে তালিকায় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও রয়েছেন। ২০০৮ সালে বাংলাদেশে সেবা চালু করে ব্ল্যাকবেরি। ২০১৩ সাল পর্যন্ত ব্ল্যাকবেরির গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৬,০০০। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা, শীর্ষস্থানীয় দেশী ও বিদেশী ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা ও শীর্ষ কূটনীতিকরাও রয়েছেন। গ্রামীণফোনের প্রধান কর্পোরেট কর্মকর্তা মাহমুদ হাসান বিটিআরসি’র চিঠি পাওয়ার কথা জানিয়েছেন। বিকল্প ব্যবস্থা গ্রহণে ২ সপ্তাহের সময় বিটিআরসি’র কাছে চাওয়া হয়েছে বলেও জানান তিনি। এয়ারটেল কর্তৃপক্ষও বিকল্প ব্যবস্থা নেবে। ভারত, সৌদি আরব ও চীনেও একই সমস্যার সম্মুখীন হয়েছিল ব্ল্যাকবেরি।
ব্ল্যাকবেরি সেবা বন্ধ করে দিচ্ছে সরকার
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...
শিক্ষা ও প্রযুক্তি বিনিময় করবে পাবিপ্রবি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এর সাথে গতকাল রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড....