কিশোরগঞ্জে কেন্দ্র দখলে বাধা দেয়ার ঘটনায় এক এসআইসহ দুই পুলিশ সদস্যকে কুপিয়েছে প্রার্থীর সমর্থকেরা। এ ঘটনায় আহত হয়েছে ঘটনায় অভিযুক্ত এক যুবলীগ নেতাও। আজ দুপুরে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌনে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত ২ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের (কাপপিরিচ মার্কা) সমর্থক মাহবুবুর রহমান রিপন সহযোগীদের নিয়ে হাজির হয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালান। এসময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশের বন্দুকের বাঁটের আঘাতে আহত হন রিপন। পরে পুলিশ আটক করে গাড়িতে তুলে রাখে। খবর পেয়ে পুলিশের মোবাইল টিম সেখানে এসে উপস্থিত হয়। এসময় রিপনের বড় ভাই ও বিএনপি নেতা এডভোকেট শওকত কবীর খোকন দেশীয় অস্ত্রসহ সহযোগীদের নিয়ে পুলিশের উপর হামলা চালান। খোকন বিএনপির বহিস্কৃত নেতা ও নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রকিবুর রহমানের (দোয়াত কলম মার্কা) সমর্থক। তাদের এলোপাতাড়ি হামলায় চালালে এসআই মনোরঞ্জন দত্ত (৬০) ও পুলিশের কনস্টেবল বশির আহত হন। মনোরঞ্জনের মাথায় দায়ের কোপ লাগায় আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাটির আঘাতে আহত বশিরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে