এই বিলকে সমর্থন জানিয়েছে বিজেপি। বিপক্ষে ভোট দেয় সমাজবাদী পার্টি, সিপিআইএম। ওয়াকআউট করেছে তৃণমূলের জেডিইউ। বিরোধীতা করেছে শিবসেনাও। বিলকে সমর্থন বিজেপির। বিলের সংশোধনী নিয়ে ভোটাভুটি।
ভোটাভুটির আগে লোকসভা টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। স্পিকারের নির্দেশে সম্প্রচার বন্ধ রেখেই হয় তেলেঙ্গানা বিল নিয়ে হয় আলোচনা। লোকসভার সমস্ত দরজাও বন্ধ করে রাখা হয়েছিল।
তেলেঙ্গানা বিল নিয়ে ফের উত্তাল হয়েছে সংসদ। শুরুতেই হট্টোগোলের জেরে মুলতবি হয়ে যায় সংসদের দুই কক্ষ। বারোটার পর সংসদ বসলে লোকসভায় অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল নিয়ে আলোচনার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। কিন্তু সীমান্ধ্রের সংসদ সদস্যদের প্রবল বিক্ষোভের জেরে দফায় দফায় সভা মুলতবি হয়। রাজ্যসভাতেও ডেপুটি চেয়ারম্যানের সামনে পোস্টার নিয়ে বিক্ষোভ করেন সীমান্ধ্রের সংসদ সদস্যরা।
তেলেঙ্গানা বিল পাস করাতে মরিয়া ছিলো কংগ্রেস। এজন্য চলতি সপ্তাহেই দলের সব সাংসদকে হাজির থাকার নির্দেশ জারি করা হয়। তেলেঙ্গানা ইস্যুতে কংগ্রেসে ভাঙন আগেই ধরেছিল। রাজ্যভাগ নিয়ে কেন্দ্রের পদক্ষেপের বিরুদ্ধে সরব ছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। আজই সম্ভবত তিনি ইস্তফা দিতে পারেন। সূচনা করতে পারেন নিজের আলাদা দলের। সূত্র : জি নিউজ