জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪১তম আবর্তনের শিক্ষার্থী আতিকুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের ৪২তম আবর্তনের শিক্ষার্থী ইয়াছির আহমেদ। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারী ভর্তি পরীক্ষার্থী শ্যামল বিশ্বাস জানান, আমরা কেন্দ্রীয় খেলার মাঠের পাশে নির্জন জায়গায় গেলে ইয়াছির আমাদের মানিব্যাগ কেড়ে নিয়ে টাকা রেখে ম্যানিব্যাগ ফেরত দেয়। পরে আমরা ছাত্রলীগের তথ্যকেন্দ্রে গিয়ে এ ঘটনা ছাত্রলীগের নেতাকর্মীদের জানাই। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই দুই শিক্ষার্থীকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেন।
আটকের কথা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান জানান, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্তরা ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করে বলেন, ভর্তিচ্ছুদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হয়নি।