index
মমতার বাংলাদেশ বিরোধীতা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইস্যু

তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ জোরদার করতে ভারত বাংলাদেশ সম্পর্কেই ইস্যু করে তুলে ধরছে সিপিআইএম। সম্প্রতি এক সাম্প্রদায়িক সংহতি শীর্ষক আলোচনা চক্রে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অভিযোগ করেন যে, দুই দেশের সম্পর্কে ফাটল ধরানোর কাজে সক্রিয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ঠিক একই ভাষায় ব্রিগেডের জনসভায় দাঁড়িয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু অভিযোগ করেন, বাংলাদেশের জামায়েতের সঙ্গে মমতার যোগ রয়েছে। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বসিরহাটের তৃনমূল কংগ্রেস এমপি নাকি বাংলাদেশে হিন্দুদের উপর সন্ত্রাস ও নির্যাতন চালানো জামায়েত নেতাদের আশ্রয় দিয়েছেন। আর এবার রাজ্য বিধানসভার ভিতরে ও বাইরে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ভারত ও বাংলাদেশের সম্পর্কে ফাটল ধরানোর জন্য মমতার বিরুদ্ধেই অভিযোগ এনেছেন। গত শুক্রবার বিধানসভায় গভর্ণরের ভাষণের উপর বিতর্কে অংশ নিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, মমতা সবচেয়ে ক্ষতি করছেন বাংলাদেশের সঙ্গে দীঘদিনের বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরিয়ে। তিস্তা ও ছিটমহল ইস্যুতে বাংলাদেশের জামায়েত এবং ভারতের বিজেপির মতই সমস্যার নিষ্পত্তি চান না মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা মনে করেন, এই তিনপক্ষের মধ্যে আসলে একটা যোগসূত্র রয়েছে। তাই তাদেও ইচ্ছাও অভিন্ন হয়েছে এ ব্যাপারে। সূর্যকান্ত মিশ্র বলেন, আইএসআই মদতপুষ্ট জামায়েত বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য তৎপর। তেমনি ভারতে বিজেপি একই চরিত্রের অধিকারী । বাংলাদেশ ইস্যুতে এই দুই সাম্প্রদায়িক  শক্তির সঙ্গে অবস্থান মিলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, এটা অবশ্যই কোনও চাপের ফলে হয়েছে। মমতার বিরুদ্ধে আনা সিপিআইএম নেতার এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস খুবই ক্ষুব্ধ। তৃণমূও কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, সূর্যকান্ত মিশ্রের ভিত্তিহীন অভিযোগের জবাব মুখ্যমন্ত্রী বিধানসভাতেই দেবেন। তবে পার্থবাবু জানান, যেহেতু সূর্যকান্ত মিশ্র বিধানসভা ভবনে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে এই সব অভিযোগ করেছেন তাই বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ দেবার কথাও ভাবা হচ্ছে।