
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক বাস চালক ও এক প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। পুলিশ জানায় আজ ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় এনা পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে কোচটির চালক খায়রুল বেপারী ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে একই মহাসড়কের মালিহাতায় ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে চালক পারভেজ মিয়া ঘটনাস্থলে মারা যান। এ দুটি দুর্ঘটনায় আহত ৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ বায়েজিদ জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।