প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৩ এর ফলাফল আজ রবিবার প্রকাশ হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করবেন। শনিবার এক তথ্য বিবরণীতে এই সংবাদ জানানো হয়।
বিবরণীতে বলা হয়, সুষম মেধা বিকাশের লক্ষ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার মাধ্যমে উপজেলাভিত্তিক এ বৃত্তি প্রদান করা হয়। এর ফলে সব শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষার মান বৃদ্ধি পায়। পূর্বে বিদ্যালয় থেকে প্রথম সারির কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করত। বাকি শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেত না বলে এ সুবিধা থেকে বঞ্চিত হতো।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৩ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন। মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল কোটায় ২২ হাজার ও সাধারণ কোটায় ৩৩ হাজার বৃত্তি প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এ পরীক্ষার ফলাফলে এ ধরনের ভিত্তিতে বৃত্তি দেওয়া হচ্ছে।
বিবরণীতে বলা হয়, সুষম মেধা বিকাশের লক্ষ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার মাধ্যমে উপজেলাভিত্তিক এ বৃত্তি প্রদান করা হয়। এর ফলে সব শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষার মান বৃদ্ধি পায়। পূর্বে বিদ্যালয় থেকে প্রথম সারির কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করত। বাকি শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেত না বলে এ সুবিধা থেকে বঞ্চিত হতো।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৩ এ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন। এর মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন। মেধার ভিত্তিতে ট্যালেন্টপুল কোটায় ২২ হাজার ও সাধারণ কোটায় ৩৩ হাজার বৃত্তি প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এ পরীক্ষার ফলাফলে এ ধরনের ভিত্তিতে বৃত্তি দেওয়া হচ্ছে।