11445_bus
নিহত ৭ শিশুর জানাযা দুপুরে, শোকার্ত বেনাপোল

যশোরের চৌগাছায় পিকনিকের বাস খাদে পড়ে নিহত ৭ স্কুল ছাত্রের নামাজে জানাজা আজ রোববার বেলা ২টায় বেনাপোল বলফিল্ডে অনুষ্ঠিত হবে। এদিকে আহতদের যশোর আড়াইশো বেড, যশোর সিএমএইচ ও চৌগাছা উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে গুরুতর ১৪ জন কে যশোর ক্যান্টমেন্টের সিএমএইচ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একরামুল ও আরমান নামে ২ জনের অবস্থা এখনো শংকামুক্ত নয় বলে জানিয়েছেন সিএমএইচ  এর কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আমিন। এদিকে আহতদের দেখতে এখনো হাসপাতাল গুলোতে স্বজনদের ভিড় সামলাতে হিমসিম খাচ্ছে নিরাপত্তা কর্মীরা। তবে চিকিৎসকরা বলছেন বাকি আহতরা সকলেই বিপদমুক্ত। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি গতকাল রাতেই পুলিশের বিশেষ র‌্যাকারের সাহায্যে উদ্ধার করা হয়েছে। তবে বাসটির চালক পলাতক রয়েছে। দূর্ঘটনার কারন অনুসন্ধানে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ময়নাতদন্ত ছাড়াই দুঘটনায় নিহত স্কুল ছাত্রদের লাশ গতকাল রাতেই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক। আজ রোববার বেলা ২টায় বেনাপোল বল্ডফিল্ড মাঠে নিহতদের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাদেরকে স্ব স্ব পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। এদিকে দূর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি শান্তনা দিতে ও আহতদের খোঁজ খবর নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ আজ সকালে যশোরে যান এবং তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসারতদের খোঁজ খবর নেন। এদিকে পিকনিকের বাস দূর্ঘটনায় নিহত আখি, সুরাইয়া খাতুন, মিথিলা, মুক্তা, রুনা, নাহিদ ও সাব্বির নামে ৭ শিক্ষার্থীর  মরদেহ সকলের শ্রদ্ধা জানানোর জন্য বেনাপোল পৌর চত্বরে রাখা হয়েছে। বেনাপোল পৌরসভা নিহতদের স্মরণে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। বন্ধ রয়েছে বেনাপাল বন্দরের স্বাভাবিক কার্যক্রম। হাজারো শোকার্ত মানুষের পদচারনায় বেনাপোলের ছোট আচড়া ও গাজীপুর এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। স্বজন হারাদের স্বান্তনা  দেবার কোন ভাষা খুজে পাচ্ছেন না এখানকার মানুষ। উল্লেখ্য বেনাপোলের ৩টি স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে স্কুল কর্তৃপক্ষ মেহেরপুরের মুজিবনগরে পিকনিকে যান। ফেরার পথে গতকাল রাত ৮টার দিকে চৌগাছার ঝাউতলায় একটি বাস দূর্ঘটনায় পড়ে। এতে ওই বাসের ৭ শিক্ষার্থী নিহত হয়। আহত হয় কমপক্ষে ৫০ জন।