jagonnath versity_43863
জবিতে হল উদ্ধারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 

বেদখল হওয়া হল উদ্ধারের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে তারা। পরে সকাল পৌনে ১১টায় কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে রায় সাহেববাজার মোড় অবরোধ করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, গত বুধবার থেকে বেদখল হল উদ্ধারের দাবিতে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।