noakhali-map-alokito bd_5244_43861
চুরির ঘটনা ফাঁস করায় খুন, ২৮ দিন পর লাশ উদ্ধার

মোবাইল চুরির ঘটনা ফাঁস করে দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীর সুধারামের নেয়াজপুর ইউনিয়নের উত্তর মাছুমপুর গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী সিরাজুল ইসলাম মিরনকে (১৪) খুন করেছে একই গ্রামের বখাটে আল-আমিন, সহিদ উল্ল্যা, মাসুদ ও নাহিদসহ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এর আগে সিরাজুল ইসলাম মিরন ২৮ দিন নিখোঁজ থাকার পর ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আজ রবিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, গত ১৮ জানুয়ারি একই গ্রামের মাসুদের মোবাইল ফোন আল-আমিন চুরি করে নিয়ে যায়। ঘটনাটি সিরাজুল ইসলাম মিরন দেখে ফেলে এবং পরে ঘটনাটি ফাঁস করে দেয়।

এদিকে, মোবাইল চুরির সঙ্গে জড়িত আল-আমিন ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ঘটনার রাতে সিরাজুল ইসলাম মিরনকে পড়ার টেবিল থেকে ধরে নিয়ে যায়। ২৮ দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় আসামী আল-আমিনের বাড়ির পাশের একটি ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহতের পিতা মেজবাহ উদ্দিন গোলাপ বাদী হয়ে আল-আমিন, মাসুদ, সহিদসহ ৪ জনের বিরুদ্ধে সুধারাম থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।