khaleda-aman_69729ঢাকা, ১৬ ফেব্রুয়ারি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি ফের পিছিয়েছে। এ মামলা দুটির চার্জ গঠনের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেছে আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল ইসলাম এ দিন ধার্য করেন। আজ এ মামলা দুটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার চার্জ গঠনের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন কাজল।
কিন্তু খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে আসতে না পারায় সময়ের আবেদন করেন তার আইনজীবী এডভোকেট সানাউল্লা মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।
পরে আদালত শুনানি শেষে এ মামলায় চার্জ গঠনের জন্য আগামী ১৯ মার্চ দিন ধার্য করেন।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রোববার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়বুল হাসান উজ্জল এ আদেশ দেন।
এর আগে কেরানীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে দায়ের করা চার মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন আমানউল্লাহ আমান। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।