newswala-i-nusrat_bollywood_shopper_stop_sananda_pujor_bazar10_43854
এবার বিকল্পধারার ছবিতে নুসরাত

বিকল্পধারার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন টালিউডের নুসরাত জাহান। পরিচালক ঋতব্রত ভট্টাচার্যের ‘সন্ধে নামার আগে’ ছবির নায়িকা হবেন তিনি। রহস্য, রোমাঞ্চ এবং অবশ্য গোয়েন্দা গল্পকে সঙ্গে নিয়ে নির্মিত এ ছবিতে নুসরাতের বিপরীতে কাজ করবেন রাহুল বসু।

জানা যায়, অনেক আলোচনা আর বাছবিচারের ঋতব্রত পছন্দ করেছেন নুসরাতকে। এ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, চরিত্রটির জন্য একজন লম্বা, সুন্দরী, স্মার্ট নায়িকা দরকার ছিল। আর নুসরাত যেন একেবারে পারফেক্ট।

অন্যদিকে, এতোদিন মশলাদার ছবিতে কাজ করার পর একদমই অন্যরকম ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ খুশি নুসরাত। তিনি বলেন, প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ঋতদাকে। ‘সন্ধে নামার আগে’ আমার কেরিয়ারের প্রথম বিকল্পধারার ছবি। আমি সত্যিই খুব এক্সাইটেড। তাছাড়া আমার বিপরীতে আছেন রাহুল বসু। সত্যিই নিজেকে লাকি মনে করছি।

‘সন্ধে নামার আগে’ ছবিতে রাহুল বসু, নুসরাত ছাড়া আরও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ২৪ ফেব্রুয়ারি শুরু হবে এই ছবির শুটিং পর্ব ।