alia-bhatt-2a20752_0২০ বছর বয়সী বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তাঁর সুপারস্টার হওয়ার বাসনা পূর্ণ হলেও এখন তাঁর বাসনা সু-অভিনেতা হওয়ার বাসনাই লালন করছেন।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমি অবশ্যই সুপারস্টার হতে চাই। কিন্তু প্রথমে ভালো অভিনেতা হতে চাই। এই মুহূর্তে আমার মনে হচ্ছে না যে আমি কিছু অর্জন করেছি। আমার অর্জনের খাতা এখনো শূন্য।’
আলিয়া আরো বলেন, একজন সুপারস্টারের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য থাকে না। তবে তাঁদের অবশ্যই দৃষ্টিনন্দন বিষয় থাকা প্রয়োজন। দর্শকদের সঙ্গে যোগসূত্র স্থাপনের মতো আবেদনময়তা থাকতে হবে সুপারস্টারদের মধ্যে। আমি মনে করি ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে সেটা আছে। যখন সে হাঁটবে, তখন তোমার তাকিয়ে থাকতেই ইচ্ছা করবে।