অভিযোগ প্রমাণ করতে পারলে সংসদ থেকে পদত্যাগ করবেন বলে মন্তব্য করেছেন এমপি আবদুর রহমান বদি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ সকালে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন কক্সবাজার-৪ আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন,’আমার বিরুদ্ধে যে সব দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণ করতে পারলে সংসদ থেকে পদত্যাগ করব।’
আজ রবিবার সকাল ১০টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এ সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক আহসান আলী। অনুসন্ধানে এমপি বদির নামে-বেনামে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় অঢেল সম্পদের তথ্য পেয়েছে দুদক। অনুসন্ধানের শুরুতে দুদকের অনুসন্ধান দল কক্সবাজারে গিয়ে বদির আয়কর নথি ও হলফনামা জব্দ করে। বদির ভাই-বোন ও দুই স্ত্রী এবং ছয় ঘনিষ্ঠ সহচরের নামেও বদির পক্ষ থেকে সম্পদ কিনে দেওয়ার তথ্য মিলেছে বলে জানান অনুসন্ধান কর্মকর্তা আহসান আলী।
এদিকে দুদক জিজ্ঞাসাবাদের পর ইয়াবা ব্যবসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি বদি বলেন, ‘অনেকে তাদের অবৈধ ব্যবসা নিষ্কণ্টক করতে আমার নাম ব্যবহার করে। আমি নিজেই ইয়াবার বিরুদ্ধে সোচ্চার। আপনাদের এক সাংবাদিকের ভাই ইয়াবা ব্যবসায় জড়িত হয়ে এখন কারাগারে। তার নামে লেখেন। এখনি লেখেন।’
বিদেশে অর্থ পাচারের অভিযোগের প্রেক্ষিতে এমপি বদি বলেন, ‘এসব ভিত্তিহীন। আজ আপনারা যেসব অভিযোগ আমার নামে উত্থাপন করেছেন তার একটাও প্রমাণ করতে পারলে সংসদ থেকে পদত্যাগ করে জনতার কাতারে এসে দাড়াব।’