সিরিয়ার ইব্রোদ শহরে ভারি গোলাবর্ষণের কারণে সেখানে আবারো একটি বড় ধরনের মানবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। বিদ্রোহী বাহিনী শহরটিকে নিয়ন্ত্রিত করলেও শহরটির চারদিকে সরকারি বাহিনী অবস্থান নিয়েছে। বড় ধরনের অভিযান চালাতে সরকারি বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সংঘর্ষ শুরু হলে কয়েক লক্ষ মানুষ সেখানে বিপর্যয়ের মুখে পড়বে বলে জাতিসংঘ আশঙ্কা করছে। প্রতিবেশী লেবাননের সঙ্গে শহরটির সীমান্ত মিশে রয়েছে। সরকারি ও বিদ্রোহী উভয় বাহিনীর সরবরাহ ব্যবস্থার জন্যে শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তাই বিদ্রোহীরা যেমন শহরটি দখলে রাখতে চাইছে, সরকারি বাহিনী এটি পুনরায় দখল করার চেষ্টা করছে।
এদিকে সিরিয়ার সরকার এবং বিরোধীরা জানিয়েছেন যে, জেনিভায় যে শান্তি আলোচনা চলছিল, তাতে অচলাবস্থা দেখা দিয়েছে। এ জন্য উভয়পক্ষই একে অপরকে দায়ী করেছে।
সরকারি ও বিরোধীরা পক্ষ একে অপরকে দুষছে। সরকার অননমীয় অবস্থান নিয়েছে আর সরকার অভিযোগ করছে, সন্ত্রাসবিরোধী সমঝোতা বিরোধীরা আগ্রহী নয়। সূত্র : বিবিসি