বাকৃবি প্রতিনিধি, ১৫ ফেব্রুয়ারি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীর কাছ থেকে তাদের সাথে থাকা চারটি মোবাইল ফোন, একটি ডিজিটাল ক্যামেরা ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউশা ইসলাম (সার্জারী ও অবস্ট্রেটিক্স বিভাগ, মাস্টার্স), ফাতেমাতু আনজুম কাবেরী (মাৎস্য বিজ্ঞান অনুষদ, লেভেল-৩) ও অন্বেষা (কৃষি অনুষদের প্রাক্তন ছাত্রী) ক্যাম্পাসে ঘুরতে বের হয়। বিশ্ববিদ্যালয়ের ফিস মিউজিয়াম থেকে হলে ফেরার সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভেটেরিনারি ক্লিনিকের পাশের রাস্তায় ধারালো অস্ত্রসহ ৪-৫ জন দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের সাথে ধস্তাধস্তির সময় তিন জনই আহত হয়। তাদের মধ্যে কাবেরীর দু’টি দাত পড়ে যায়। পরে সে বেসরকারী এক ক্লিনিক থেকে চিকিৎসা নিয়ে হলে ফিরে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পূর্বা ইসলাম জানান, খোঁজ নিয়ে জানা গেছে ছিনতাইকারীরা বহিরাগত। নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করা হচ্ছে।
জানা যায়, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউশা ইসলাম (সার্জারী ও অবস্ট্রেটিক্স বিভাগ, মাস্টার্স), ফাতেমাতু আনজুম কাবেরী (মাৎস্য বিজ্ঞান অনুষদ, লেভেল-৩) ও অন্বেষা (কৃষি অনুষদের প্রাক্তন ছাত্রী) ক্যাম্পাসে ঘুরতে বের হয়। বিশ্ববিদ্যালয়ের ফিস মিউজিয়াম থেকে হলে ফেরার সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভেটেরিনারি ক্লিনিকের পাশের রাস্তায় ধারালো অস্ত্রসহ ৪-৫ জন দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের সাথে ধস্তাধস্তির সময় তিন জনই আহত হয়। তাদের মধ্যে কাবেরীর দু’টি দাত পড়ে যায়। পরে সে বেসরকারী এক ক্লিনিক থেকে চিকিৎসা নিয়ে হলে ফিরে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পূর্বা ইসলাম জানান, খোঁজ নিয়ে জানা গেছে ছিনতাইকারীরা বহিরাগত। নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করা হচ্ছে।