bsf_43521
বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকা থেকে কবিরুল ইসলাম (২১) নামে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার ভোরে ৫টার দিকে তাকে ধরে নিয়ে যায়। কবিরুল ইসলাম হরিপুর উপজেলার বেলডাঙ্গী মুন্নাটলী গ্রামের মোতালেব উদ্দিনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানান, কবিরুল ইসলাম একজন গরু ব্যবসায়ী। ভারত থেকে গরু আনতে সীমান্তের ৩৭৩/১এস পিলারের কাছে গেলে ভারতের কুকরাদহ ১২১ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

৩০ বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অপস অফিসার মেজর আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবককে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।